ঢাকা: রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে আহত কিশোর মো. আকাশের (১৭) মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকাশ জুরাইন দক্ষিণ ধনিয়ার আবুল হোসেনের ছেলে।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আকাশ আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।
নিহতের মামা জাহিদ হোসেন জানান, এলাকার স্থানীয় কাইল্যা মনির, রাশেদ, কোরবান আলীসহ বেশ কয়েকজনের সঙ্গে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে তারা সাত-আটজন মিলে আকাশকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেডএস/জেডএফ/এসএস