ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মসেতু এলাকার চার প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পদ্মসেতু এলাকার চার প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাওয়া, মুন্সিগঞ্জ থেকে: পদ্মসেতু এলাকার চার প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে।
 
সেতু এলাকার মানুষের উন্নয়নে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার সুপারিশ করেছেন প্রশাসনের শীর্ষ সব কর্মকর্তারা।


 
শনিবার (১৬ অক্টোবর) পদ্মাপাড়ে অনুষ্ঠিত সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সচিব কমিটির সভা শেষে মন্ত্রিপপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, পদ্মাসেতু এলাকার বেসরকারি উদ্যোগকে বাধা দেওয়া হবে না বা বন্ধ করাও হবে না। তবে পরিকল্পিতভাবে করতে হবে। কীভাবে এই এলাকার উন্নয়ন করতে হবে তা নিয়ে সচিব সভায় আলোচনা হয়েছে।  
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এলাকার উন্নয়নে পদ্মাসেতু প্রকল্প এলাকাচার চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত সরকারি ব্যবস্থপনায় নিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে আলোচনা বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
 
সচিব আরো বলেন, স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও সরকারি ব্যবস্থাপনায় নিলে ভাল চলবে। এসব বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
 
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারের বিভিন্ন পলিসি ও উন্নয়নমূলক কাজে পরামর্শ দিয়ে থাকেন সচিবরা। সেই পরামর্শ পরবর্তীতে বাস্তবায়িত হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।