ঢাকা: বিসিএস-এ প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দকে শুভঙ্করের ফাঁকি বলে অভিযোগ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন।
বাংলাদেশ ভিস্যুয়েলী ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৫ উপলক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ’ প্রকল্পের উপর এ সভার আয়োজন করে।
দৃষ্টি প্রতিবন্ধীরা বলেন, বিসিএসে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে। এবার বিসিএসে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজার ১’শ জনকে। এ হিসেবে ২১ জন প্রতিবন্ধী নিয়োগ পাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী থাকার কথা তিনজন। কিন্তু মাত্র একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এটি আসলে শুভঙ্করের ফাঁকি। কারণ প্রতিবন্ধীদের জন্য কোটার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। মূলত প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া হয় অন্য কোনো কোঠা খালী থাকলে। এর মধ্যে আবার মুক্তিযোদ্ধ কোটা খালি থাকলেও, সেখানে অন্য কোঠার কারও নিয়োগ দেওয়া সুযোগ নেই।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মতিন খসরু। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করা সমাজের দায়িত্ব, এটা দয়া, করুণা বা অনুকম্পা নয়।
আব্দুল মতিন বলেন, সমাজের দায়িত্ব দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্য করা। সেই সঙ্গে প্রতিবন্ধীদের ডিগনিটি প্রদান করা। গাড়ি চালকরা সাদাছড়ি ব্যবহারে দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা করবে এটা করুণা নয় তাদের দায়িত্ব।
দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সবাই সাদাছড়ি ব্যবহার করেন। তাহলে সবাই এটা ব্যবহার সম্পর্কে সচেতন হবে। সাদাছড়ি আপনাদের পরিচয়ের প্রতীক।
কারণ সাদাছড়ি আসার পর আপনাদের আর বাবা-মাসহ কারো সহায়তা দরকার হয় না। আপনারা আত্মনির্ভরশীল হলে আর কেউ আপনাদের অবজ্ঞা করবে না।
আব্দুল মতিন বলেন, সমাজ-রাষ্ট্র যদি দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি সহানুভুতিশীল হয় তাহলে সবার কর্মসংস্থান হবে। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই কোনো না কোনো ভাবে মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধীতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে দৃষ্টি প্রতিবন্ধীতা কেন আমরা কাটিয়ে উঠতে পারবো না।
অনুষ্ঠানের প্রথমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের উদযাপনে তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিপস’র সদস্য আবিদা সুলতানা ও আলমগীর হোসেন। প্রবন্ধে সাদাছড়ির ধরণ ও ব্যবহার কৌশল তুলে ধরা হয়।
এসময় সাদাছড়ির গুরুত্ব সম্পর্কে যানবাহনের চালককে সচেতন ও সাবধানী হওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় শর্ত আরোপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও অন্যান্য বাহিনীকে রাস্তা পারাপারের সময় যেন দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করা হয়, সাদাছড়ি নির্মাণে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে, জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য আনুপাতিক হারে আসন সংরক্ষণ করাসহ ১১টি প্রস্তাবনা পেশ করা হয়।
ভিপস’র সভাপতি সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আরা সুরত আমিন, সদস্য রহিম পাটোয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসএস/বিএস