ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে আটক ২৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বেনাপোল সীমান্তে আটক ২৪ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারের অভিযোগে ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও আট জন নারী রয়েছেন।



শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পৃথক দু’টি অভিযানে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি। তবে তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।

২৩ ব্যাটালিয়ন পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, পৃথক দু’টি অভিযানে সীমান্ত এলাকায় ২৪ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি  নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) একই সীমান্ত এলাকায় অবৈধ পারাপারের অভিযোগে ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে জিবিবি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।