সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া ধর্মপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত লালফর আলীর ছেলে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম কিবরিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অটোরিকশা চার্জ না থাকায় মানিক মিয়া নিজ বাড়িতেই অটোরিকশার ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই