হবিগঞ্জ: জেলার সদর উপজেলায় কষ্টিপাথরের একটি মূর্তিসহ আলী হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালয়নের (ৠাব-৯) সদস্যরা। মূর্তিটির আনুমানিক মূল্য এক কোটি টাকা।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে ৠাব-৯ এর একটি দল সদর উপজেলার সুঘর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটক আলী হোসেন হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের নুর হোসেনের ছেলে।
ৠাব-৯ সিলেটের উইং কমান্ডার ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সুত্রে খবর পেয়ে ৠাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার ও আলী হোসেনকে আটক করা হয়।
উদ্ধার মূর্তিসহ আটক আলী হোসেনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। মামলা দায়ের পর তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানান ৠাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএইচ