ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পেলেন মন্জু ও ফ্রাঁস ভট্টাচার্য্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পেলেন মন্জু ও ফ্রাঁস ভট্টাচার্য্য মন্জু ও ফ্রাঁস ভট্টাচার্য্য

ঢাকা: বাংলা একাডেমি প্রবর্তিত ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার-২০১৫’ ঘোষণা করা হয়েছে। এ বছর এ পুরস্কার পেয়েছেন প্রবাসী বাঙালি কথাশিল্পী মন্জু ইসলাম এবং বাংলা ভাষা ও সাহিত্যের ফরাসি গবেষক ফ্রাঁস ভট্টাচার্য।



রোববার (১৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য অমর একুশে গ্রন্থমেলায় আনুষ্ঠানিকভাবে এ দু’জনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, গত শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনস্থ আমানাহ সেন্টারে বাংলা একাডেমি আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ইতিপূর্বে পুরস্কারপ্রাপ্ত লেখকরাসহ এ বছর পুরস্কারপ্রাপ্ত লেখক মন্জু ইসলাম। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা।
 
পুরস্কার ঘোষণা করে শামসুজ্জামান খান বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ্ আমাদের প্রথম আন্তর্জাতিক লেখক। কারণ তিনি বিদেশে অবস্থান করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাহিত্যচর্চা এবং বই প্রকাশ করেছেন। এই বিষয়টির প্রতি লক্ষ রেখে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি লেখকদের মধ্যে যাঁরা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্যচর্চা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করেন তাঁদের সৈয়দ ওয়ালীউল্লাহ্ স্মরণে প্রবর্তিত এ পুরস্কার প্রদান করা হবে।

তিনি বলেন, এ বছর যাঁদের পুরস্কার প্রদান করা হলো তাঁরা উভয়েই আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেছেন। ফ্রাঁস ভট্টাচার্য ফরাসি নাগরিক, তবে বাংলা ভাষা-গবেষণায় তিনি যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তা সত্যি অভিনন্দনীয়। ঢাকা থেকে ইতিমধ্যে তাঁর ফরাসি বাংলা অভিধান প্রকাশিত হয়েছে। আর মন্জু ইসলাম লন্ডনের অভিবাসী জীবন, বাংলাদেশ ও ইংল্যান্ডের সংমিশ্রিত জীবনবাস্তবতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে রচনা করেছেন গল্পগ্রন্থ The Mapmakers of Spitafields এবং Burrow (২০০৪), Song of Our Swampland (২০১০) শীর্ষক উপন্যাস। বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলার লোক-ঐতিহ্য ও লোকসমাজের চিত্রায়ন তাঁর কথাসাহিত্যের ভুবনকে দিয়েছে নতুনতর তাৎপর্য।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর লন্ডনে আমানাহ সেন্টারে উদ্বোধন করা হয় বাংলা একাডেমির তিন দিনব্যাপী বইমেলার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ হান্নান, প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট ব্রিটিশ কবি ও অনুবাদক স্টিফেন ডব্লিউ ওয়াটস।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এডিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।