দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় জামিরুল হক (৩০) নামের এক মাদকাসক্তকে পুলিশে সোপর্দ করেছেন তার মা জাহানারা বেগম।
রোববার (১৮ অক্টোবর) দিনগত রাতে নবাবগঞ্জ থানায় লিখিত এক অভিযোগের মাধ্যমে জামিরুলকে সোপর্দ করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদক সেবন করে পরিবার ও আশপাশের লোকজনদের বিভিন্নভাবে অত্যাচার করায় জাহানারা বেগম লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করে ছেলে জামিরুলকে থানা পুলিশে সোপর্দ করেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জামিরুল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বজলুর রশিদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ