ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
নবাবগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় জামিরুল হক (৩০) নামের এক মাদকাসক্তকে পুলিশে সোপর্দ করেছেন তার মা জাহানারা বেগম।

রোববার (১৮ অক্টোবর) দিনগত রাতে নবাবগঞ্জ থানায় লিখিত এক অভিযোগের মাধ্যমে জামিরুলকে সোপর্দ করা হয়।

সে নবাবগঞ্জ উপজেলা পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদক সেবন করে পরিবার ও আশপাশের লোকজনদের বিভিন্নভাবে অত্যাচার করায় জাহানারা বেগম লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করে ছেলে জামিরুলকে থানা পুলিশে সোপর্দ করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জামিরুল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বজলুর রশিদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।