বরিশাল: সপ্তম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা দেওয়া হবে মঙ্গলবার (২০ অক্টোবর)।
এ উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন। রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন পালপাড়ার ১০ মৃৎশিল্পীকে সম্মাননা স্মারক দেওয়া হবে। সেই সঙ্গে নিবন্ধিত প্রায় দু’শ মৃৎশিল্পীর (এর মধ্যে ৩০ জন নারী) মধ্যে অর্থ ও বস্ত্র বিতরন করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীদের কাজের নমুনা প্রদর্শণ করা হবে বলেও জানান আয়োজকরা। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের আঁকা ছবির প্রদর্শণী ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
এ দিন সন্ধ্যা ৭টার দিকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ