ঠাকুরগাঁও: হাইকোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহকে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
রোববার (১৮ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির মির্জা গোলাম হাফিজ হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, জেলা ও দায়রা জজ শাহীদুল ইসলাম আজামী ,জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ: রহিম, অ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, অ্যাড. তোজাম্মেল হক মনজু, অ্যাড. ইউসুফ আলী।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ।