ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
মিরসরাইয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): উপজেলার জোরারগঞ্জ থানায় মনির হোসেন (৪০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে জোরারগঞ্জের হিঙ্গুলি ইউনিয়নে বারিয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাশে সিনকিরহাট বাজার এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মনিরের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত থেকেই নিহত মনিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সোমবার (১৯ অক্টোবর) সকালে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত মনির হোসেন রামগড়ের বল্টুগ্রামের মকবুল আহমেদের ছেলে। তিনি বারিয়ারহাট-রামগড় রুটে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন।

এদিকে, জোররাগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা মো. সুজন বাংলানিউজকে জানান, সোমবার ভোরের দিকে জোরারগঞ্জ পৌর এলাকায় একটি ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি মনিরের ছিল।

তিনি জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত মনিরের সিএনজি অটোরিকশাটি চালিয়ে যাচ্ছিলো। বারিয়ারহাট অতিক্রমের সময় বিষয়টি স্থানীয় সিএনজি অটোরিকশা সমিতির সংশ্লিষ্টদের নজরে এলে ওই দুর্বৃত্তরা সিএনজি ফেলেই পালিয়ে যায়।

নিহত মনির হোসেনকে খুন করেই দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেছিলো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫ (আপডেট: ১০০৩ ঘণ্টা)
আরএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।