গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমির আইলে (সীমানা) গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।
জাহাঙ্গীর সদর উপজেলার সুকতাইল উত্তরপাড়ার বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রোরবার সকালে সুকতাইল উত্তরপাড়ায় জমির আইলে গাছ লাগাচ্ছিলেন নাসির শেখ নামে এক ব্যক্তি। এ সময় পাশের জমির মালিক জাহাঙ্গীর তাকে বাধা দিলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে নাসির হাতে থাকা শাবল দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভাঙ্গা এলাকায় পৌঁছুলে তিনি মারা যান।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআই