ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে পিএসসি চেয়ারম্যান

৩৪তম বিসিএসের ফল রিভিউয়ের সুযোগ নেই

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
৩৪তম বিসিএসের ফল রিভিউয়ের সুযোগ নেই ইকরাম আহমেদ

ঢাকা: শূন্য পদে মনোনয়নে ক্যাডার বঞ্চিতদের ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল রিভিউয়ের আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
ক্যাডার পদে মনোনয়ন ছাড়াও এ বিসিএসের ফলাফলে দুর্নীতির বিস্তর অভিযোগ তুলে পুনরায় ফল প্রকাশের জন্য আন্দোলন করছেন নন-ক্যাডারে মনোনীতরা।


 
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ রোববার (১৮ অক্টোবর) রাতে বাংলানিউজকে বলেন, পিএসসিতে অনিয়মের ‘একবিন্দু’ সুযোগ নেই। প্রকাশিত ফলাফলে অনিয়মের কোনো প্রশ্নই ওঠে না।
 
গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ছয় হাজার ৫শ ৮৪ জন পাস করেন। কিন্তু পদ স্বল্পতায় তাদের মধ্য থেকে দুই হাজার ১শ ৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
 
নন-ক্যাডারদের সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে গত ১৫ অক্টোবর আবেদন আহ্বান করেছে কমিশন। এর প্রতিবাদে মানববন্ধন ও আগারগাঁওয়ে পিএসসি’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-ক্যাডার পদে মনোনীতরা।
 
পিএসসি’র চেয়ারম্যান বলেন, ক্রাইটেরিয়া মেইনটেন করে প্রার্থীদের ক্যাডার পদে মনোনীত করা হয়েছে। কিন্তু পদ শূন্য থাকলেও যারা ক্রাইটেরিয়ায় পড়েননি, তাদের ক্যাডার পদে মনোনীত করা যায়নি।
 
তবে ক্যাডার পদে মনোনীত করার ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানাননি পিএসসি চেয়ারম্যান।
 
নন-ক্যাডারে মনোনীতরা দাবি করেন, বিজ্ঞাপনে উল্লেখিত ক্যাডার পদ থেকে ৪০৪টি পদ শূন্য রাখা হয়েছে। যা নজিরবিহীন।
 
এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ দাবি করেন, এর আগেও ক্যাডার পদ শূন্য রাখা হয়েছিলো, এবারই নতুন নয়।
 
ক্যাডার পদে মনোনীতদের জন্য নন-ক্যাডারের প্রার্থীরা পিএসসি’র কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন।
 
পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, কমিশনে ‘একবিন্দু’ অনিয়মের সুযোগ নেই। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি, তাদেরকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিয়ে আসছে সরকার।
 
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ অনুযায়ী, ৩১তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া শুরু হয়।
 
চেয়ারম্যান বলেন, উত্তীর্ণ হয়েও যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
 
নন-ক্যাডারপ্রাপ্তদের আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন ইকরাম আহমেদ।
 
প্রিলিমিনারির ফল দু’বার প্রকাশ ও নানা জটিলতা নিয়ে প্রায় তিন বছরের মাথায়, ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে ক্যাডার পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে কমিশন।
 
এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পিএসসি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন কিংবা লিখিত ব্যাখ্যা দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।