গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে জিপের চাপায় সজীব ফকির (২০) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সজীব জেলার টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আসাদ ফকিরের ছেলে। তিনি গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কে চলাচলকারী মুন পরিবহনের শ্রমিক।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে বেদগ্রাম এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সজীব। এসময় একটি জিপ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা সজীবকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআই