ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী নগর জামায়াতের চার নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রাজশাহী নগর জামায়াতের চার নেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ শীর্ষ চার নেতাকে আটক করেছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।



আটককৃতদের মধ্যে অন্যরা হলেন- রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন ঈশা, রোকন জিল্লুর রহমান ও মমতাজ উদ্দিন আহমেদ।

বর্তমানে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে মহানগর পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা সোমবার (১৯ অক্টোবর) সকালে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তবে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।   

এক প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল তেরোখাদিয়া এলাকায় অবস্থান করছেন। এ সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে নগর জামায়াতের শীর্ষ নেতা জিল্লুর রহমান এবং বোয়ালিয়া এলাকা থেকে অন্য জামায়াত নেতাদের আটক করা হয়। আটক জামায়াত নেতা ইমাজ উদ্দিন মন্ডলসহ অন্যরা পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ একাধিক নাশকতার মামলার অন্যতম আসামি।

তবে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। পরে খোঁজ নিয়ে জানানো হবে।

প্রসঙ্গত, সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল রাজশাহী মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আতাউর রহমানের জামাতা। তাকে দীর্ঘ দিন থেকে খুঁজছিল পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।