বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার কাশিপুর ও কন্যাদাহ গ্রামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় বিয়ে দু’টি বন্ধ করেন।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দু’জন হলো-উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রুমানা আক্তার (১৩)। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
অন্যদিকে, উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামের হাসানুর রহমানের মেয়ে মুক্তা খাতুন (১৪)। সে সপ্তম শ্রেণির ছাত্রী।
শার্শা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী কর্মকর্তা রওশানারা বেগম বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় দুই গ্রামে ওই দুই কিশোরীর বিয়ে হচ্ছিলো। এমন খবর পেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। পরে তারা পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে তাদের বিয়ে বন্ধ করেন।
এ সময় অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও নেন তারা।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই