গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান মোল্লা (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে তার মুত্যু হয়।
কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল পৌনে ৭টার দিকে শাহজাহান হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে শাহজানাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কাপাসিয়া থানায় একটি খুনের মামলায় সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজাহান ২০০৬ সালের ১৮ মার্চ থেকে এ কারাগারে ছিলেন। তিনি কারাগারে আসামিদের ডান্ডাবেড়ি পরানোর কাজ করতেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস