ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রণবীর-জ্যোতির জাপান যাওয়া অনিশ্চিত

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রণবীর-জ্যোতির জাপান যাওয়া অনিশ্চিত ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ অপেক্ষার পরও জাপান যাওয়া হচ্ছে না দুই রয়েল বেঙ্গল টাইগার শাবক রণবীর-জ্যোতির। রাষ্ট্রীয় উপহার হিসেবে বন্ধু দেশটিতে তাদের যাওয়া অনিশ্চিত বলেই জানিয়েছে একাধিক সরকারি সূত্র।

আপাতত দেশের জাতীয় চিড়িয়াখানায় দর্শকদের জন্যই রাখা হয়েছে তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, রণবীর-জ্যোতিকে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত থাকলেও তাদের নিতে প্রস্তুত নয় জাপান। আর তাদের এই অনাগ্রহের মূল কারণ বৈরি আবহাওয়া। দেশটির আবহাওয়া রয়েল বেঙ্গল টাইগারের জন্য অনুকূল না হওয়ায় বাংলাদেশের এই জাতীয় পশুকে নিতে আগ্রহী নয় তারা।  

সূত্র জানায়, কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত এক সম্মেলনে জাপান চিড়িয়াখানার এক কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি কর্মকর্তার সাক্ষাত হয়। সেখানে রণবীর-জ্যোতির বিষয়ে আলাপকালে জাপানি কর্মকর্তা জানান, হয়ত জাপান বাংলাদেশি বাঘ শাবক দুটিকে গ্রহণ করতে পারবে না। আর তার জন্য দায়ী দেশটির আবহাওয়া। এর আগে সুদূর সাইবেরিয়া থেকে জাপান কয়েকটি বাঘ নিয়ে এলেও আবহাওয়ার কারণে তারা সুস্থ নেই। তাই আরও দুই প্রাণীকে নিয়ে বিরুপ আবহাওয়ার মধ্যে ফেলতে চান না তারা। তবে এ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি।

এদিকে রণবীর ও জ্যোতিকে রাখা হয়েছে ঢাকা চিড়িয়াখানায়। সেখানে রোজ সাধারণ দর্শনার্থীদের বিনোদন দিচ্ছে তারা। শুরুর দিকে ছোট খাঁচায় রাখা হলেও এখন তাদের জন্য বরাদ্দ হয়েছে বড় খাঁচা।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ড. এস এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রণবীর জ্যোতিকে মূলত জাপানে পাঠানোর জন্য প্রস্তুত করা হলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোন চূড়ান্ত নির্দেশনা আসেনি। এমনকি নেওয়া হবে কিনা তাও জানি না। তবে তাদের চিড়িয়াখানার সাধারণ দর্শকদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে অপেক্ষাকৃত বড় খাঁচায়।  

তিনি জানান, চিড়িয়াখানার মেডিক্যাল টিম তাদের দেখাশোনা করছে এবং প্রতিদিন স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে। তবে চলাফেরা কম করার কারণে বেশ মুটিয়ে গেছে এই বাঘ দুটি। রণবীরের ওজন এখন প্রায় দুইশ’ কেজি।

ঢাকা চিড়িয়াখানার সম্রাট জুটির সন্তান ‘রাজা’ ও ‘প্রমিলা’। আর তাদের সন্তান ‘রণবীর’। ২০১০ সালের ৪ মে জন্ম নেয় রণবীর। দেখতে বেশ নাদুশ-নুদুশ এই শাবক।
আর ২০১২ সালের মে মাসে রাজধানীর শ্যামলী থেকে একটি পুরুষ এবং দুটি স্ত্রী শাবক উদ্ধার করে ৠাব। সুন্দরবন থেকে আনা শাবকগুলো সংঘবদ্ধ চক্রের কাছ থেকে উদ্ধার করে বোটানিক্যাল গার্ডেনে রেখে পরিচর্যা করে ছেড়ে দেয়া হয় কক্সবাজার বঙ্গবন্ধু ডুলাহাজরা সাফারি পার্কে। এদেরই একটি ‘জ্যোতি’। গত ২৬ সেপ্টেম্বর কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছে জ্যোতি।  

গত বছরের ৬ সেপ্টেম্বর দু’দিনের সরকারি সফরে ঢাকা আসেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার আগে গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাপান সফরে বন্ধুত্বের প্রতীক হিসেবে দেশটিকে দুটি রয়েল বেঙ্গল টাইগার উপহারের প্রতিশ্রুতি দিয়ে আসেন। সেই ধারাবাহিকতায় সুন্দরবন রাজার এই দুই ছানাকে জাপান পাঠানোর জন্য নির্বাচিত করা হয়।

এর আগে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা. এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, রণবীর-জ্যোতিকে জাপানে পাঠানোর জন্য পরীক্ষা-নিরীক্ষাসহ সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এমন কি দেশটিতে পাঠানোর জন্য ঢাকা চিড়িয়াখানার কারিগরি বিভাগ দুটি বিশেষ খাঁচা তৈরি করে। শুধু কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই খাঁচায় ভরে কার্গো প্লেনে করে তাদের পাঠানোর কথা।  

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাপান যাওয়া হবে না এই শাবক দুটির। শীঘ্রই এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।