ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

২০১৬ সালের জন্য জিএফএমডি’র সভাপতি নির্বাচিত বাংলাদেশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
২০১৬ সালের জন্য জিএফএমডি’র সভাপতি নির্বাচিত বাংলাদেশ (ফাইল ফটো)

ঢাকা: ২০১৬ সালের জন্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
 
সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।


 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
 
বাংলাদেশের এ সাফল্যে মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমআইএইচ/এসএমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।