ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনা টিভি ও যুগান্তরের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
যমুনা টিভি ও যুগান্তরের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

ঢাকা: মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে মানহানিজনিত ক্ষতিপূরণ চেয়ে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে আদালতে মামলা করেছে গ্রামীণফোন। মামলায় যমুনা টেলিভিশনের কাছে ১ হাজার কোটি টাকা এবং দৈনিক যুগান্তরের কাছে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।



সোমবার (১৯ অক্টোবর) ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গ্রামীণফোনের সিইও বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

যমুনা টেলিভিশনের মামলাটিতে বিবাদী করা হয়েছে- যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিন।

যুগান্তরের মামলায় বিবাদী করা হয়েছে- দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন। তিনি বাংলানিউজকে মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেন।

‘কর ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’ শিরোনামে বিভিন্ন সময়ে সিরিজ রিপোর্ট করায় গ্রামীণফোনের মানহানি হয়েছে অভিযোগে মামলাটি দায়ের করতে দুই মামলায় ৫০ হাজার করে মোট এক লাখ টাকা কোর্ট ফি আদালতে দাখিল হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় মামলা দুটির গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫/আপডেট: ১৫১০ ঘণ্টা
এমআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।