খুলনা: খুলনায় জানু সরদার (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মহানগরীর দক্ষিণ টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসা থেকে পুলিশ তার লাশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত জানু সরদার মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
খুলনা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সিক্তা রাণী জানান, টুটপাড়া জোড়াকল বাজারের হালদার বাড়ি এলাকার বাসিন্দা জানু সরদার রোববার রাত দেড়টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে দরজা না খোলায় তার ছোট মেয়ে তানু জানালা দিয়ে দেখতে পায়, তার বাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ঝুলছে।
উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমআরএম/এসএস