ঢাকা: সরকারের দুর্নীতির কারণে গণপরিবহনে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণশুনানিতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমানো হয়েছে তখন বাংলাদেশে বাড়ানো হয়েছে। সরকার তেলের দাম বাড়ানোর অধিকার রাখলে গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিতে হবে।
আনু মুহাম্মদ বলেন, সরকার যে ভাড়া নির্ধারণ করেছে বাসে তার একশো ভাগ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। সরকার মোবাইল কোর্ট বসিয়েছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। বাস মালিকদের স্বেচ্ছাচারিতায় যাত্রীরা অতিষ্ঠ। মালিকদের স্বেচ্ছাচারিতা কমাতে হলে সরকারকে গণপরিবহনের ওপর গুরুত্ব দিতে হবে। নয়তো যাত্রীদের ভোগান্তি রোধ করা সম্ভব নয়।
অন্যদিকে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, বর্ধিত ভাড়া কেন্দ্র করে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছে। সরকার মালিকদের স্বার্থ রক্ষার্থে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার পরবর্তী অরাজকতা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের উচিত নির্ধারিত ভাড়া বিলবোর্ডের মাধ্যমে বাসস্ট্যান্ডে ঝুলিয়ে দেওয়া।
সাধারণ যাত্রীরাও তাদের ভোগান্তির কথা তুলে ধরেন গণশুনানিতে। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব গোলাম রহমানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ইউএম/এএ