ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দর্শন, আরাধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দর্শন, আরাধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকের বোলে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে দেবীদুর্গাকে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহাসপ্তমী। ২৩ অক্টোবর দেবীর প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

বিশুদ্ধ পঞ্জিকামতে, রোববার (১৮ অক্টোবর) পূর্বাহ্ন দুর্গাদেবীর শুক্লাপঞ্চমী বিহিত পূজা এবং সায়ংকালে (সন্ধ্যাবেলায়) দেবীর বোধনের মধ্যদিয়ে বাঙালির এ প্রাণের উৎসবের সূচনা হয়। এখন মহানগরীর মণ্ডপে মণ্ডপে চলছে হিন্দু ধর্মানুরাগীদের ভজন, পূজন ও দেবী আরাধনা।

পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন, যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি। আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ফিরবেন দোলায় (পালকি) চড়ে, যার ফল হচ্ছে মড়ক। অর্থাৎ পৃথিবীতে রোগশোক, মহামারীর আশঙ্কা বাড়বে।
 
সোমবার বেলা বারোটা উনিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত মহাষষ্ঠী তিথি ছিল। এরপরই শুরু হয় মহাসপ্তমী তিথি। মূলত মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং মহানবমীতেই পূজার মূল আকর্ষণ। কারণ এ তিনদিনই ভক্তরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায়। এ সময় ভক্তকূলের হৃদয়ে বিদায়ের বিরহ ভর করে।

এদিকে, হিন্দু সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে রাজশাহীতে শুরু হয়েছে উৎসবের আমেজ। আনন্দময়ী দেবী দুর্গার আগমনী গানে মুখরিত এখন চারদিক। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন ছাড়াও ঘরে ঘরে শুরু হয়েছে অতিথি আপ্যায়ন। বাহারি পোশাকে আর অঙ্গসজ্জায় নিজেদের সাজিয়ে-রাঙিয়ে উৎসব-আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অনিল কুমার সরকার জানান, এবার রাজশাহীতে ৪০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৬৭টি। যার মধ্যে মহানগরীর বোয়ালিয়ায় ৪৪টি, রাজপাড়ায় ১০টি, শাহ মখদুম এলাকায় ৭টি এবং মতিহারে ৬টি।

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন জানান, ১৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। পরদিন ২০ অক্টোবর সপ্তমী, ২১ অক্টোবর মহাঅষ্টমী, ২২ অক্টোবর নবমী, ২৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে পাঁচ দিনের উৎসব।    

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর) সরদার তমিজ উদ্দিন আহমেদ জানান, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপশি বিজিবি সদস্যরাও বিভিন্ন মণ্ডপে টহল দিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা যেনো শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।