ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আখতার হুসেনের চিকিৎসা সহায়তার আবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আখতার হুসেনের চিকিৎসা সহায়তার আবেদন

ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং উপদেষ্টা, বিশিষ্ট ছড়াকার ও বাংলাদেশের শিশু সাহিত্যের অন্যতম কারুকার আখতার হুসেন দূরারোগ্য প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই তিনি জটিল এ রোগে ভুগছেন।



বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আখতার হুসেন’র পক্ষে এ রোগের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তার চিকিৎসার ব্যয় বহন ও সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

১৯৬৮ সালে উদীচী প্রতিষ্ঠার সময় থেকেই আখতার হুসেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে তিনি বাংলাদেশের পথনাটক রচনা ও মঞ্চায়নের অন্যতম পথিকৃৎ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরও একজন কলম সৈনিক ছিলেন আখতার হুসেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।