ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় পুকুরে বিষ ছিটিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আখাউড়ায় পুকুরে বিষ ছিটিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় একই মালিকের দু’টি পুকুরে বিষ ছিটিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ঘোলখার গ্রামে রোববার (১৮ অক্টোবর) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।



এতে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক শেখ মাহিজুল ইসলাম।  

উপজেলার ধরখার ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে মাছ মরে ভেসে ওঠার খবরটি নিশ্চিত করেছেন।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত মাহিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার রাতে দুর্বৃত্তরা গ্রামের পশ্চিম পাড়া ভূঁইয়া বাড়ির পুকুর ও দাস পাড়ার পুকুরে বিষ ছিটিয়ে দেয়। এতে দুই পুকুরে চাষ করা তেলাপিয়া ও বিভিন্ন কার্প জাতীয় প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

সোমবার বেলা সোয়া ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।