ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছবি: দেলোয়ার হোসেন বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উগ্র মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে সচেতন হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।



মানববন্ধনে সংগঠনের সভাপতি মোশতাক আহমেদ ভাসানী বলেন, মানবতাকে যদি বাঁচাতে হয়, মানব সভ্যতাকে যদি রক্ষা করত  হয়, তাহলে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাগো বাঙালির চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, ইন্টার রেলিজিয়াস হারমোনির চেয়ারমান মিয়া মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।