ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে শিশু চোর সন্দেহে দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ঢামেকে শিশু চোর সন্দেহে দুই নারী আটক ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু চোর সন্দেহে দুই নারীকে আটক করেছে ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার জাপটিয়া গ্রামের সোবহান বেপারীর স্ত্রী নূর বেগম (৪০) ও তার বড় বোন রওশনা (৫৫)।



সোমবার (১৯ অক্টোবর) সকালে তাদের আটক করা হয় বলে জানান এক আনসার সদস্য।

ঢামেক আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) ওয়ালি উল্লাহ বাংলানিউজকে জানান, সকালে আটকৃতরা হাসপাতালের ১০৪ ও ১০৫ নম্বর ওয়ার্ডে প্রবেশ করে দত্তক নেওয়ার জন্য শিশু খুঁজতে থাকে।

এ সময় তারা নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দিতে থাকেন বলেও জানান ওই আনসার সদস্য। তিনি বলেন, এ সময় তাদের সন্দেহ হওয়ায় আটক করা হয়।

এদিকে আটক হওয়া রওশনা নিজেদের নির্দোষ দাবি করে বাংলানিউজকে বলেন, আমরা সন্তান দত্তক নিতে এসেছি। আমরা চোর নই।

তিনি আরও বলেন, আমার একটা মেয়ে আছে যার ৭-৮ বছর হলো বিয়ে হয়েছে। মেয়ের দুইটা বাচ্চা হয়েছিল কিন্তু দুজনই মারা গেছে। একটা বাচ্চা পেটে থাকা অবস্থায় আরেকটি ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেছে।

‘তাই মেয়ের সুখের জন্য বাচ্চার সন্ধানে এখানে এসেছি আমরা। আমরা গরিব মানুষ অত কিছু বুঝি না’, যোগ করেন রওশনা।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বাংলানিউজকে জানান, যেহেতু আটককৃতদের কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি নেই। তাই তাদের সন্দেহ হওয়ায় আটক করা হয়েছে।

আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।