জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার রামরামপুর গ্রামের সাদা শেখের ছেলে আব্দুর রশীদ ও সিমারপার গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলু।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জনান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ অক্টোবর) রাতে রামরামপুর গ্রামের রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক করা হয়।
অপরদিকে, রাতেই উপজেলা শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ দুলুকে আটক করা হয় বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআই