ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বকশীগঞ্জে মাদকসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার রামরামপুর গ্রামের সাদা শেখের ছেলে আব্দুর রশীদ ও সিমারপার গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলু।



বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জনান,  গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ অক্টোবর) রাতে রামরামপুর গ্রামের রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক করা হয়।

অপরদিকে, রাতেই উপজেলা শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ দুলুকে আটক করা হয় বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।