ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভোমরা স্থলবন্দরে ৭ দিনের ছুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ভোমরা স্থলবন্দরে ৭ দিনের ছুটি

সাতক্ষীরা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর (রোববার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

এ সময় বন্ধ থাকবে বন্দরে সব ধরনের আমদানি-রফতানি।

ভোমরা স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বাংলানিউজকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

শারদীয় দুর্গোৎসব শেষে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।