মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি কারখানা থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকার নিত্তিবাড়ীর চঞ্চল নিশিং নেট কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জাল জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।
এ সময় কারখানা থেকে আব্দুল ছাত্তার নামে একজনকে আটক করা হয়।
র্যাব-১১ এর কমান্ডার শিবলী সাদিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত জাল ধলেশ্বরী নদীর তীরে নিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর