ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সুন্দরগঞ্জে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ৪ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৯০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কাশদহ গ্রামের মৃত আজগর আলী ছেলে আরিফুল (২২), একই উপজেলার সাতগিরি গ্রামের মজিবর ওরফে নবী (৫০) এবং তার দুই ছেলে ফিরোজ (২১) ও ওমর ফারুক (১৮)।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার  বাংলানিউজকে জানান, সোমবার সকালে বামনডাঙ্গা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছালাম ঠসার বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ ওই চারজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাফিল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।