ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি খালেদ, সম্পাদক খোকন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি খালেদ, সম্পাদক খোকন মির্জা শহিদুল ইসলাম খালেদ ও শফিকুল ইসলাম খোকন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মির্জা শহিদুল ইসলাম খালেদ (দৈনিক কালের কন্ঠ) সভাপতি ও শফিকুল ইসলাম খোকন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



রোরবার (১৮ অক্টোবর) পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন।

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি জাকির হোসেন খান (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন (আরটিভি), অর্থ সম্পাদক জাফর ইকবাল দৈনিক সংবাদ), তথ্য ও গবেষণা সম্পাদক খোকন কর্মকার (দৈনিক জনকণ্ঠ) এবং ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিন সোহেল (দৈনিক প্রথম আলো)।

প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।