ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সুন্দরগঞ্জে মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে সুর্য রাম রবিদাস (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিল্টন এ দণ্ডাদেশ দেন।


 
সুর্য রাম উপজেলার রামডাকুয়া গ্রামের মৃত নাগরাম রবিদাসের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, রোববার রাতে নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। সোমবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।