ঢাকা: উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ বাবু ও মিজানুর রহমান।
বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, অভিযানে ডাকাতদের কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি প্রাইভেটকার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন তারা রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। ঘটনার দিন তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় নর্থ টাওয়ার কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় দুটি আলাদা মামলা রুজু হয়েছে।
ডিসি, ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় এডিসি, ডিবি মো. মাহফুজুল ইসলাম পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনএইচএফ/এএ