ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে তৃতীয় ক্যাটাগরি থেকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত ঘোষণা করেছে ইউনেস্কো।

সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি তাদের অধীভূক্ত প্রতিষ্ঠানটির বিষয়ে এ ঘোষণা দেয়।


 
সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ড. আতিউর রহমান এ অঞ্চলের শ্রেষ্ঠ গর্ভনর নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে মন্ত্রিসভায়।
 
মন্ত্রিসভায় মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশকে আইন আকারে পাসের জন্য প্রস্তাবের অনুমোদনও দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমআইএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।