রাজশাহী: খাদ্য অধিকার আইন নিশ্চিতকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা এবং সহযোগী সংগঠন আক্সফাম।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবার আগে দারিদ্র বিমোচনে গুরুত্ব দিতে হবে। সরকার দারিদ্র বিমোচনে পদক্ষেপ নিলেও দেশে কোনো খাদ্য অধিকার আইন প্রণয়ন নেই। ফলে দারিদ্রসীমার নিচে থাকা মানুষগুলো এখনও অনাহারে দিন পার করছেন। আর এই কারণে বাংলাদেশে খাদ্য অধিকার আইন প্রয়োজন। তাহলে যারা দারিদ্রসীমার নিচে বসবাস করছেন তারা খাদ্য এবং পুষ্টি পেতে পারবেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে তথা কৃষিতে নারীর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কৃষির উন্নয়নে নারীর অসামান্য অবদানের কথা কোথাও আলোচনা করা হয় না। তাই মানববন্ধন থেকে কৃষিতে নারীর অবদান নিশ্চিতকরণের জোরালো দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বেসরকারি সংস্থা বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শরিফুল ইসলাম বাবু, সাংস্কৃতিকর্মী মিনহাজ উদ্দিন মিন্টু, অ্যাডাব কর্মকর্তা ওবায়দুল হক জুয়েলসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএস/আইএ