গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সালনা এলাকা থেকে অপহরণের ১৮ ঘণ্টা পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতি (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
অপহৃত স্কুল ছাত্রী শাকিলা (৮) সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার আসাদ মিয়ার মেয়ে।
গ্রেফতার ইতি বগুড়ার শেরপুর উপজেলার বাদড়া এলাকার আব্দুল করিমের মেয়ে।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সালনা ভি-সান প্রিক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী শাকিলা স্কুলে যাওয়ার পথে ইতি নামের এক নারী তাকে অপহরণ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আসাদ মিয়া জয়দেবপুর থানায় অভিযোগ করলে পুলিশ সালনা এলাকা থেকে রোববার সন্ধ্যায় অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে ইতিকে গ্রেফতার করে।
পরে তার (ইতি) স্বীকারোক্তিতে সাভারের গৌরীপুর বি-বাংলা এলাকার রবি মৃধার বাড়ি থেকে রোববার দিনগত রাত ২টার দিকে অপহৃত শিশু শাকিলাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএস/জেডএস