সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন শেখ বাংলানিউজকে জানান, সোলায়মান সকালে তার নিজ সেচ পাম্প (মেশিন) চালাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএটি/আরএ