পাবনা: পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মিজান (১১) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত মিজানের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা শিশু মিজান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান।
পরে তারা মিজান হত্যার বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেন।
গত ১৭ অক্টোবর দুর্বৃত্তরা শিশু মিজানকে গলা কেটে হত্যার পর তার মরদেহ স্থানীয় বাংলাবাজার লঞ্চঘাট এলাকার একটি ইটের ভাটায় ফেলে রেখে যায়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই