ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় শিশু মিজান হত্যার বিচারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পাবনায় শিশু মিজান হত্যার বিচারের দাবি

পাবনা: পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মিজান (১১) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত মিজানের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।



মানববন্ধনে বক্তারা শিশু মিজান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান।

পরে তারা মিজান হত্যার বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেন।

গত ১৭ অক্টোবর দুর্বৃত্তরা শিশু মিজানকে গলা কেটে হত্যার পর তার মরদেহ স্থানীয় বাংলাবাজার লঞ্চঘাট এলাকার একটি ইটের ভাটায় ফেলে রেখে যায়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।