ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকার নিত্তিবাড়ীর চঞ্চল ফিসিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।



মুন্সীগঞ্জ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। এ সময় চঞ্চল ফিসিং নেট কারখানা থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও আব্দুল ছাত্তার নামে একজনকে আটক করা হয়।

র্যাব -১১-এর কমান্ডার শিবলী সাদিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার ও মুক্তারপুর এলাকার বিভিন্ন কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চঞ্চল ফিসিং নেট কারখানা থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো ধলেশ্বরী নদীর তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।