ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
খাগড়াছড়িতে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।



সোমবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সমর কৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশ’ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।