জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর এলাকায় ফাঁদে আটকে দুই বন্য হাতি হত্যার ঘটনায় মামলা ও তদন্ত কমিটি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।
শেরপুর অঞ্চলের প্রধান বন কর্মকর্তা বাদী হয়ে পাথরেরচর, বাঘারচর ও মাখনেরচর গ্রামের অজ্ঞাতপরিচয় ২২/২৫ জনকে আসামি করে এ মামলা করেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, রাতেই জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এতে দেওয়ানগঞ্জ সার্কেল এএসপি, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা, জামালপুরের সহকারী বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিজিবি বিওপি কমান্ডারকে সদস্য করা হয়েছে।
কমিটিকে সরেজমিনে পরিদর্শন শেষে আগমী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান।
অপরদিকে, হাতি হত্যার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক জেনারেটরটি উদ্ধার করেছে পুলিশ। এরইমধ্যে মামলার ভয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর, বাঘারচর ও মাখনেরচর এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ফটিকের নেতৃত্বে গ্রামবাসীরা জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে ২টি হাতিকে হত্যা করে। পরে তারা হাতির দাঁত, শুঁড় ও কান কেটে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর
** জামালপুরে গ্রামবাসীর ফাঁদে ২ বন্য হাতির মৃত্যু