গাজীপুর: গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে র্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পদ্মহারবাইত এলাকায় ফারুক মিয়ার বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা।
এসময় ১ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার ৯০০ টাকসহ মাদক ব্যবসায়ী মো. ফারুককে (৪০) গ্রেফতার করা হয়।
পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর শিলমন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার ৩শ ৫০ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. মিঠু মিয়াকে (২৮) আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ