ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১১০০ পিস ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
গাজীপুরে ১১০০ পিস ইয়াবাসহ আটক ২ ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পদ্মহারবাইত এলাকায় ফারুক মিয়ার বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা।

এসময় ১ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার ৯০০ টাকসহ মাদক ব্যবসায়ী মো. ফারুককে (৪০) গ্রেফতার করা হয়।

পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর শিলমন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪৩ হাজার ৩শ ৫০ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. মিঠু মিয়াকে (২৮) আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।