ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ৪ দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
নীলফামারীতে ৪ দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

নীলফামারী: নীলফামারীতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে সংগঠনটির সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ শতাধিক গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তার গ্রাম পুলিশ সদস্যদের সরকারি চতুর্থ শ্রেণি কর্মচারীদের মতো সমান বেতন স্কেল নির্ধারণ, অবসরকালীন ভাতা প্রদান, পুলিশ ও আনসার বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা করা এবং ২০১৩ সালে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকরের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. জাকির হোসেনের কাছে প্রধানমন্ত্রী বরাবর এক স্মরকলিপিও পেশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।