ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে লিফলেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
মানিকগঞ্জে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে লিফলেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে মানিকগঞ্জে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে হিউম্যান অ্যাক্টিভিটিস ফর সোস্যাল ইনিশিয়েটিভ (হাসি)।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।



এ সময় হাসির সভাপতি আশরাফুল আলম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের নেতারা সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন সড়কে যুব সমাজের মধ্যে প্রায় দুই হাজার লিফলেট বিলি করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।