ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ব্লগার অনন্ত হত্যা মামলার শুনানি পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ব্লগার অনন্ত হত্যা মামলার শুনানি পিছিয়েছে

সিলেট: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি ফের পিছিয়েছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) সিলেট মহানগর মুখ্য হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হকের আদালতে মামলাটি শুনানির জন্য ধার্য ছিল।



কিন্তু মহানগর দায়রা জজ আদালত থেকে মামলার নথিপত্র না আসায় বিচারক শুনানির জন্য আগামী ৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন। এর আগে গত ৪ অক্টোবর একই কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়।

আদালতের জিআরও বিজয় চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য জানান।

এ মামলায় গ্রেফতার সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা (মিস কেইস) দায়ের করলে গত ২৮ সেপ্টেম্বর মহানগর মুখ্য হাকিম দ্বিতীয় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলার নথিপত্র স্থানান্তর করা হয়।

গত ১২ মে নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে মান্নান রাহি নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।