ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে তাঁত শ্রমিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনায়েতপুরে তাঁত শ্রমিক খুন ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল কাদের (৩৭) নামে এক তাঁত শ্রমিক খুন হয়েছেন।
 
সোমবার (১৯ অক্টোবর) সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।



এরআগে  রোববার রাতে এনায়েতপুর থানার ক্ষিদ্র গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাদের ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় ৩ বছর আগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসের মেয়ে নার্গিসের সঙ্গে এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী টুলু হাজির ভাগ্নে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নার্গিসকে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করে আসছেন। এ নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে রোববার রাতে নান্নু বিশ্বাস ও তার লোকজন টুলু হাজির বাড়িতে হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাঁত শ্রমিক আব্দুল কাদের গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় মৃতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে নান্নু বিশ্বাসসহ ১০/১২ জনকে আসামি করে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‍এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।