ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে আবু সিনহা সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনের যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দু’জন হলেন- তানভীর আহমেদ অলি (১৮) ও আসাদুজ্জামান আসাদ (২৭)।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বাংলানিউজকে এ কথা জানান।
মূলত পাওনা টাকা নিয়ে আবু সিনহা সোহাগের সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৯ সালের ১৯ মে তানভীর আহমেদ অলির নেতৃত্বে আসামিরা তাকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে স্থানীয় খরিয়া নদীতে ভাসিয়ে দেয়।
হত্যাকাণ্ডের চারদিন পর পুলিশ ওই নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই বছরের ২৩ মে সোহাগের মামা শহীদুল ইসলাম ফকির ওরফে তসলিম বাদী হয়ে তাদের আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই উল্লেখিত তিন আসামিকে পুলিশ গ্রেফতার করে।
পরে পুলিশি তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে প্রায় সাড়ে পাঁচ বছর পর আদালত এই রায় দিলেন।
দায়রা জজ আদালতের মামলা নম্বর-৬২৭। মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আইএ