বগুড়া: বগুড়ায় সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে বগুড়ায় জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে এই বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত মেধাবী ১১জন শিক্ষার্থীকে জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী মাসিক তিনশ’ টাকা হিসেবে আগামি এক বছর এই শিক্ষাবৃক্তি পাবেন।
জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, কবি সাংবাদিক জে এম রউফ, বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র সমন্বয়কারী এটিএম রাশেদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এমবিএইচ/বিএস