ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ফুলবাড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা ছবি: প্রতীকী

দিনাজপুর: জেলার ফুলবাড়ী উপজেলায় শিরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



শিরিন আক্তার উপজেলার আমবাড়ী খেড়পাড়া গ্রামের সেলিম আহম্মেদের স্ত্রী।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান পিপিএম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে বিষপান করেন শিরিন। পরিবারের লোকজন তাকে দিমেক হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।